Last Updated: Saturday, December 1, 2012, 21:25
চিকিৎসার জন্য আমেরিকায় উড়ে গেলেন অসুস্থ মনীষা কৈরালা। এই বলিউড সুন্দরী নভেম্বরের গত ২৮ তারিখ
হঠাৎই সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপর তাঁকে মুম্বইয়ের যশলোক হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন সেখানে থাকার
পর গতকালই ছাড়া পান তিনি। এরপরেই আজ পরিবারের সঙ্গে পরবর্তী চিকিৎসা এবং পরীক্ষানিরীক্ষার জন্য মার্কিন
মুলুকে পাড়ি দিয়েছেন অভিনেত্রী।