Last Updated: Tuesday, April 30, 2013, 22:44
বিপুল সাম্রাজ্য যে ডুবন্ত তরী, গত বছরের মাঝামাঝিই তা বুঝতে পেরেছিলেন চিট ফান্ড কেলেঙ্কারির নায়ক সুদীপ্ত সেন। বাঁচার শেষ চেষ্টায় সেপ্টেম্বরে দুর্গাপুরে জরুরি বৈঠক হয়েছিল। সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছিল সারদার জেনারেল ম্যানেজার মনোজ নেগালকে। কী কী সিদ্ধান্ত হয়েছিল দুর্গাপুরের সেই বৈঠকে? চব্বিশ ঘণ্টার এক্সক্লুসিভ রিপোর্ট।