Last Updated: Monday, May 6, 2013, 18:21
মরগ্যানের পর ইস্টবেঙ্গলের কোচ হতে চলেছেন আরও এক বিদেশিই। এমনই জল্পনা ময়দান জুড়ে। আর সেই দৌড়ে এগিয়ে এক সময় লুই ফিগোর দলের কোচ। একসময় মালদ্বীপ ও অ্যাঙ্গোলার জাতীয় কোচের দায়িত্ব পালন করা ম্যানুয়েল গোমসের বায়োডাটা বেশ পছন্দ হয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের একাংশের। সূত্রের খবর, ফিগোদের প্রাক্তন কোচ পর্তুগীজ ম্যানুয়েল গোমসের সঙ্গে নাকি কথাবার্তাও শুরু করেছে ইস্টবেঙ্গল।