maoist in maharashtr - Latest News on maoist in maharashtr| Breaking News in Bengali on 24ghanta.com
মহারাষ্ট্রে ২ জনকে মেরে ১০ গ্রামবাসীকে অপহরণ মাওদের

মহারাষ্ট্রে ২ জনকে মেরে ১০ গ্রামবাসীকে অপহরণ মাওদের

Last Updated: Thursday, April 26, 2012, 19:22

ওডি়শা এবং ছত্তিশগড়ে অপহরণকাণ্ড ঘিরে শোরগোলের মাঝেই ফের মাওবাদী সন্ত্রাসের শিকার হল মহারাষ্ট্রের গড়চিরোলি জেলা। এদিন ছত্তিশগড় সীমানা লাগোয়া জঙ্গলঘেরা একটি গ্রাম থেকে ১০ জনকে অপহরণ করল সিপিআই (মাওবাদী) গেরিলারা। পুলিসের চর সন্দেহে ২ জন গ্রামবাসীকে খুনও করেছে মাওবাদীরা।