Last Updated: Wednesday, January 25, 2012, 19:50
মাস কয়েক আগেই সাংবাদিকদের `জ্ঞান` এবং `শিক্ষা`র গভীরতা নিয়ে কটাক্ষ করে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার সলমন রুশদিকে `একজন খারাপ ও নিম্নমানের লেখক` বলে বর্ণনা করে নয়া বিতর্কের জন্ম দিলেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া-র চেয়ারম্যান মার্কন্ডেয় কাটজু।