match draw - Latest News on match draw| Breaking News in Bengali on 24ghanta.com
ইতালি স্পেন দ্বৈরথ ড্র

ইতালি স্পেন দ্বৈরথ ড্র

Last Updated: Monday, June 11, 2012, 13:45

রবিবার ইউরোর প্রথম ম্যাচ ঘিরে ছিল উন্মাদনা তুঙ্গে। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ফেভারিট ধরা হয়েছিল ইতালির বিরুদ্ধে। ইতালিও নেমেছিল স্পেনের সর্বশক্তি নিয়ে। শেষপর্যন্ত ইতালি-স্পেন দ্বৈরথের ফল ১-১ গোলে অমীংসিত থেকে গেল।