match fee - Latest News on match fee| Breaking News in Bengali on 24ghanta.com
`গুরু পাপে` `লঘু` শাস্তি হল ইশান্ত-আকমলদের

`গুরু পাপে` `লঘু` শাস্তি হল ইশান্ত-আকমলদের

Last Updated: Wednesday, December 26, 2012, 23:21

রবিবার মৈত্রীয় সিরিজের প্রথম ম্যাচেই `যুদ্ধ` বাধানোর দায়ে শাস্তির কোপে পড়লেন ইশান্ত শর্মা ও কামরন আকমল। অবশ্য খুব অল্প শাস্তিতেই পার পেয়ে গেলেন ইশান্তরা। বেশ বড়সড় বাকবিতণ্ডার পরেও কেবলমাত্র ম্যাচ পারিশ্রমিকের সামান্য কিছু অংশ খোয়ানোটাই শাস্তি হিসাবে দেওয়া হল ইশান্ত, কামরনদের। বাকযুদ্ধে জড়িয়ে পড়ার ঘটনায় আইসিসির সবচেয়ে কম শাস্তির ধারাতেই অভিযুক্ত হলেন ইশান্ত-কামরনরা।