Last Updated: Tuesday, March 6, 2012, 22:42
ভুল প্রশ্নের জেরে বিভ্রান্তির হাত থেকে রক্ষা পেল না মাধ্যমিকের অঙ্ক পরীক্ষাও। ৯`র-এ ও ১৪`র-এ দুটি প্রশ্ন ঘিরেই রীতিমত সমস্যায় পড়তে হয় পরীক্ষার্থীদের। একই প্রশ্ন বাংলা ও ইংরাজীতে দু রকম থাকায় বিভ্রান্তি ছড়ায়। যদিও পর্ষদ সভাপতির দাবি দুটি ভাষায় কেউ একই প্রশ্ন দেখে তারপর তার উত্তর করে না ।