Last Updated: Saturday, February 9, 2013, 12:38
রাজ্য সরকারের ভাঁড়ারে যখন টানাটানি, তখন দশ কোটি টাকায় বর্ধমানের
পানাগড়ে মাটি উত্সবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি
দফতর ছাড়াও রাজ্য সরকারের আরও দশটি দফতর মাটি উত্সবের দায়িত্বে রয়েছে।
উত্সবে হাজির সাহিত্যিক মহাশ্বেতা দেবীও। এদিন সম্মান জানানো
হয় সদ্যপ্রয়াত গৌরখ্যাপার স্ত্রীকে। মুখ্যমন্ত্রী সম্মানিত করেন পূর্ণদাস
বাউল, কার্তিক বাউল, প্রতুল মুখোপাধ্যায় সহ বাংলার বিভিন্ন লোকশিল্পীকে।
মাটি উত্সব উপলক্ষ্যে দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রীর সঙ্গে একমঞ্চে দেখা গেল
মহাশ্বেতা দেবীকে।