mayan calender - Latest News on mayan calender| Breaking News in Bengali on 24ghanta.com
পৃথিবী ধ্বংস নিয়ে গুজবে কান দিতে মানা বিজ্ঞানীদের

পৃথিবী ধ্বংস নিয়ে গুজবে কান দিতে মানা বিজ্ঞানীদের

Last Updated: Thursday, December 20, 2012, 20:48

পৃথিবীর আয়ু কি সত্যিই আর মাত্র কয়েক ঘণ্টা? এই এক প্রশ্নে এখন উত্তাল কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া লন্ডনের বাস থেকে লাস ভেগাসের রঙিন রাত সব জায়গাতেই এক কথা আর তো কয়েক ঘন্টা বাঁচব, তাই চল বন্ধু জীবনটা দু`হাত পেতে চেটেপুটে উপভোগ করেনি। আতঙ্কের এই আবহে বেশ ব্যবসা চলেছে। পৃথিবী ধ্বংস হবে তাই নিশি ক্লাবের রেট রাতের সঙ্গে পাল্লা দিয়ে চড়চড় করে বাড়ছে।