Last Updated: Monday, October 17, 2011, 20:46
মেধা পাটেকরের আফস্পা বিরোধী যাত্রা ঘিরে নতুন করে উত্তেজনার আঁচ ছড়াল কাশ্মীরে। মনিপুরের মানবাধিকার আন্দোলনকর্মী ইরম শর্মিলা চানুর প্রতি সম্মান জানাতে দেশের
এগারটি রাজ্য জুড়ে ৪,২০০ কিলোমিটার পদযাত্রা শুরু করেছেন মেধা এবং তাঁর সঙ্গীরা।