medha patekar - Latest News on medha patekar| Breaking News in Bengali on 24ghanta.com
আফস্পা বাতিলের দাবিতে মেধার যাত্রা ঘিরে উত্তেজনা কাশ্মীরে

আফস্পা বাতিলের দাবিতে মেধার যাত্রা ঘিরে উত্তেজনা কাশ্মীরে

Last Updated: Monday, October 17, 2011, 20:46

মেধা পাটেকরের আফস্পা বিরোধী যাত্রা ঘিরে নতুন করে উত্তেজনার আঁচ ছড়াল কাশ্মীরে। মনিপুরের মানবাধিকার আন্দোলনকর্মী ইরম শর্মিলা চানুর প্রতি সম্মান জানাতে দেশের এগারটি রাজ্য জুড়ে ৪,২০০ কিলোমিটার পদযাত্রা শুরু করেছেন মেধা এবং তাঁর সঙ্গীরা।