Last Updated: Wednesday, January 16, 2013, 15:11
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই আটকে গেল সোমদেব দেববর্মনের জয়ের চাকা। অসাধারণ লড়াই করেও হেরে গেলেন বিশ্বের ২৪ নম্বর খেলোয়াড় পোলিশ জার্জি জানোউইচের কাছে। এর সঙ্গেই ভারতের জন্য আরও দুঃসংবাদ বয়ে আনল সানিয়া মির্জার র্যাকেট। ডাবলসে মার্কিন সঙ্গিনী বেথেনি ম্যাটেকস্যানডসকে সঙ্গে নিয়ে অসি ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন সানিয়া।