mid day meal - Latest News on mid day meal| Breaking News in Bengali on 24ghanta.com
ফের শিক্ষক হেনস্থা রাজ্যে

ফের শিক্ষক হেনস্থা রাজ্যে

Last Updated: Thursday, April 19, 2012, 15:27

কার্টুনকাণ্ড, নোনাডাঙা ইস্যুর জের কাটতে না কাটতেই ফের শিক্ষক হেনস্থার অভিযোগ। বাঁকুড়ার বড়জোড়ায় স্কুলে মিড ডে মিলের চাল মজুত থাকায় বিডিও-র কাছে মার্চ-এপ্রিল মাসের চাল না পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন স্কুলডাঙা প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক পরেশনাথ তিওয়ারি।