middle east - Latest News on middle east| Breaking News in Bengali on 24ghanta.com
আচমকা তুষারপাতে অবরুব্ধ মধ্যপ্রাচ্য, ঠাণ্ডাকে উপেক্ষা করেই প্রকৃতির সৌন্দর্যে মাতোয়ারা

আচমকা তুষারপাতে অবরুব্ধ মধ্যপ্রাচ্য, ঠাণ্ডাকে উপেক্ষা করেই প্রকৃতির সৌন্দর্যে মাতোয়ারা

Last Updated: Saturday, December 14, 2013, 09:58

আচমকা তুষারপাতে স্তব্ধ জেরুজালেম, ওয়েস্টব্যাঙ্ক। তুষারপাত হয়েছে জর্ডনেও। মধ্যপ্রাচ্যের বেশি কিছু অঞ্চল জুড়ে চলছে তুষারঝড়। রাস্তায় রাস্তায় আটকে পড়েছে গাড়ি। প্রবল ঠাণ্ডায় বাড়ি থেকে বেরোনোই দায়। তবে প্রকৃতির এই বিরল সৌন্দর্য উপভোগ করার সুযোগ ছাড়তে নারাজ অনেকেই। ঠাণ্ডাকে উপেক্ষা করেই চলছে বরফ নিয়ে খেলা।