middle order batsman - Latest News on middle order batsman| Breaking News in Bengali on 24ghanta.com
যাবতীয় প্রচারের আলো এখন কোহলির দিকে

যাবতীয় প্রচারের আলো এখন কোহলির দিকে

Last Updated: Wednesday, March 28, 2012, 15:09

অস্ট্রেলিয়া সফর ও এশিয়া কাপের পর যাবতীয় প্রচারের আলো ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান বিরাট কোহলির দিকে। বাইশ গজে পারফর্ম করাকে কোহলি যেমন দেশের প্রতি দায়বদ্ধতা মনে করেন, তেমনি সামাজিক দায়বদ্ধতায় নিজেকে জড়িয়ে রাখতে ভালোবাসেন তিনি। আইসিসি-র রুম টু রিডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কোহলি। ক্রিকেটের পাশাপাশি ছোট্ট শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে প্রচারে নেমে পড়েন নিজের শহর দিল্লিতে।