military council of - Latest News on military council of | Breaking News in Bengali on 24ghanta.com
আন্দোলনে প্রাণহানি, ক্ষমা চাইল মিশরের সেনা পরিষদ

আন্দোলনে প্রাণহানি, ক্ষমা চাইল মিশরের সেনা পরিষদ

Last Updated: Thursday, November 24, 2011, 16:27

প্রবল জনবিক্ষোভের মুখে পড়ে সেনাশাসন বিরোধী বিক্ষোভ-সংঘর্ষে প্রাণহানির ঘটনা নিয়ে ক্ষমা চাইল মিশরের অন্তর্বর্তী সামরিক প্রশাসন। বৃহস্পতিবার দেশের সেনা পরিষদের পক্ষে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, যাঁরা নিহত হয়েছে তারা সবাই দেশপ্রেমিক এবং জাতির সুসন্তান।