Last Updated: Thursday, October 18, 2012, 14:26
ফের সঙ্কটে বেসরকারি বাস পরিবহণ। পুজোয় বোনাসের দাবিতে আজ ১৩ নম্বর রুটের সব বাস বন্ধ রেখেছেন
বাসকর্মীরা। ১৩, ১৩ এ, ১৩ বি, ১৩ সি এবং ১৩ ডি মিলিয়ে মোট ৭০ বাস চলে ওই রুটে। পর্ণশ্রী থেকে ওইসব
বাসে প্রতিদিন গড়ে ৭ হাজার যাত্রী যাতায়াত করেন। আচমকা বাস বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।