Last Updated: Wednesday, March 21, 2012, 12:55
মঙ্গলবার রেলমন্ত্রীত্বের দায়িত্ব পাওয়ার বুধবার প্রথমবার দিল্লির রেলভবনে এলেন মুকুল রায়। এদিন রেলভবন থেকে বেরিয়ে মুকুল রায় জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় লোকসভায় রেল বাজেটের উপর জবাবি ভাষণ দেবেন তিনি।
more videos >>