Last Updated: Tuesday, February 28, 2012, 09:30
শেষ পর্যন্ত ১০টি অ-কংগ্রেসি রাজ্য সরকার এবং শরিক দলগুলির প্রবল আপত্তিতে প্রাস্তাবিত `জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র` চালু করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল কেন্দ্র। গত ৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এনসিটিসি চালু করার বিজ্ঞপ্তি জারি করেছিল। ১ মার্চ থেকে এনসিটিসি চালুর কথা বলা হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে।