Last Updated: Friday, February 7, 2014, 23:14
চব্বিশ ঘণ্টার স্টিং অপারেশনে পর্দা ফাঁস টেট দুর্নীতির। প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্যের নানা প্রান্তে। দাবি উঠেছে নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তির। টেট কেলঙ্কারিতে নাম জড়িয়েছে শাসকদলের একাধিক নেতা মন্ত্রীর। উঠেছে স্বজন পোষণের অভিযোগ।