miriti - Latest News on miriti| Breaking News in Bengali on 24ghanta.com
দিদির ডাকে গ্রামের ভিটেয় প্রণব

দিদির ডাকে গ্রামের ভিটেয় প্রণব

Last Updated: Saturday, June 23, 2012, 14:00

জাতীয় রাজনীতিতে চাণক্য বলেই পরিচিত। কিন্তু আদতে তিনি গ্রামের ছেলে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষিত হওয়ার পর কীর্ণহারে গ্রামের বাড়ির পথে রওনা দেওয়ার আগে সেকথাই বললেন স্মৃতি-ভারাক্রান্ত প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি পদে কংগ্রেসের প্রার্থী মনোনীত হয়ে প্রথমবার রাজ্যে এসেই এদিন শিকড়ের টানে মিরিটির পৈত্রিক ভিটেয় পা দিলেন প্রণব মুখোপাধ্যায়।