Last Updated: Monday, November 12, 2012, 14:32
বিজেপির গৃহ কোন্দল অব্যাহত। এবার ময়দানে অবতীর্ণ হলেন বিজেপি সহযোগী আরএসএসের নেতা এম জি বৈদ্য।
গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনে তিনি বললেন বিজপি সভাপতি নিতিন গড়করির
বিরুদ্ধে সমস্ত রকম প্রচারের পিছনে নাকি আসলে মোদীই আছেন।