Last Updated: Monday, June 17, 2013, 18:23
আরও সস্তা হচ্ছে মোবাইল পরিষেবা। গ্রাহকদের মুখ হাসি ফুটিয়ে আগামী মাস থেকে মোবাইল ফোনে রোমিং চার্জ বেশ কিছুটা কমে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে রোমিংয়ে থাকার সময় আউট গোয়িং লোকাল কলের মাশুল প্রতি মিনিটে ১.৪০ টাকা থেকে কমে হচ্ছে ১ টাকা। টেলিকম রেগুলেটরি অথরিটি আফ ইন্ডিয়া (ট্রাই)-এর ঘোষিত ভয়েস কল ও এসএমএসের ক্ষেত্রে নয়া শুল্ক কাঠামো অনুযায়ী এই রেট ধার্য হচ্ছে।