Last Updated: Thursday, October 18, 2012, 16:26
গুগলের ডুডল শ্রদ্ধার্ঘ্যের লিস্টে এবার সংযোজিত হল বিশালদেহী সাদা তিমি মবি ডিক আর তার স্রষ্টা হারমন
মেলভিল। মেলভিলের কালজয়ী উপন্যাস `মবি ডিক`-এর ১৬১তম প্রকাশনা দিবস আজ, মঙ্গলবার। গুগলের
হোমপেজে তাই ক্যাপ্টেন আহাব আর মবি ডিকের সদর্প অবস্থান।