moecha - Latest News on moecha| Breaking News in Bengali on 24ghanta.com
বন্‍‍ধ শিথিল, স্বাভাবিক ডুয়ার্স

বন্‍‍ধ শিথিল, স্বাভাবিক ডুয়ার্স

Last Updated: Wednesday, April 25, 2012, 10:33

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বুধবার থেকে দুদিন তরাই ও ডুয়ার্সে বন্‍‍ধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে মোর্চা এবং জন বার্লা গোষ্ঠীর যৌথ মঞ্চ। বন্‍‍ধ শিথিল হওয়ায় সকাল থেকেই ছন্দে ফিরেছে ডুয়ার্স। যান চলাচল স্বাভাবিক। খুলেছে দোকানপাট।