mohd sami - Latest News on mohd sami| Breaking News in Bengali on 24ghanta.com
অভিষেকের সেঞ্চুরিতেও হতাশা বাংলার

অভিষেকের সেঞ্চুরিতেও হতাশা বাংলার

Last Updated: Monday, November 26, 2012, 21:24

দুশো রান এবং ৪ উইকেট পুঁজি নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নেমেছিল বাংলা। কিন্তু সেই ভাবে মধ্যপ্রদেশের বোলারদের বিরুদ্ধে লড়াই তুলে ধরতে পারলেন না অনুষ্টুপরা। কালকের স্কোরবোর্ডের সঙ্গে মাত্র ৯৯ রান যোগ করতে পারলেন বাংলার ক্রিকেটাররা। দুশো নিরানব্বই রানে বাংলা তাঁদের প্রথম ইনিংস শেষ করল। তৃতীয় দিনে বাংলার একমাত্র প্রাপ্তি অভিষেক ঝুনঝুনওয়ালার শতরান।