Last Updated: Tuesday, September 4, 2012, 19:48
অবশেষে প্রতীক্ষার অবসান। দীর্ঘ ৩ মাস বিতর্কের পর মঙ্গলবার বিকেলে পাকাপাকি ভাবে সবুজ মেরুন জার্সি গায়ে চাপালেন অসি স্ট্রাইকার
টোলগে ওজাবা। আইএফএ অফিসে গিয়ে মোহনবাগানে সই করেন টোলগে। এরপরই মোহনবাগান তাঁবুতে বসেই সাংবাদিক সম্মেলনে মনের সব
ক্ষোভ উগরে দিলেন এই অস্ট্রেলীয় গোল মেশিন। সঙ্গী ছিলেন মোহনবাগান কর্তারা।