Last Updated: Saturday, June 9, 2012, 11:41
গাড়িতে হাসপাতাল ফেরত মহিলাকে ধর্ষণের প্রমাণ মিলল। মেডিক্যাল টেস্টে ওই প্রমাণ মিলেছে। গতকালই মহিলার মেডিক্যাল টেস্ট করিয়েছিল পুলিস। একই সঙ্গে মূল অভিযুক্ত মমতাজ খানের মেডিক্যাল টেস্টও করানো হয়। গাড়িচালক মমতাজ খানকে আজ শিয়ালদা কোর্টে পেশ করা হবে। গাড়ির মধ্যে রক্তের দাগ মেলায়, গাড়িটির ফরেনসিক পরীক্ষা হবে বলেও পুলিস সূত্রে জানা গিয়েছে।