Last Updated: Wednesday, December 11, 2013, 22:24
একচল্লিশ বছর ধরে দেখেছিলেন একটাই স্বপ্ন। অবশেষে হল সেই স্বপ্নপূরণ। বিয়ের চার দশক পর মা হলেন ৬৪ বছরের দিল্লির সরলা শ্রীবাস্তব। গত মাসে অদিভা সুপার স্পেশ্যালিটি কেয়ার নার্সিংহোমে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ষাটোর্ধ সরলা।