Last Updated: Saturday, September 8, 2012, 09:56
দু'দেশের সীমান্তের কাঁটাতারের বাঁধনটা কিছুটা আলগা হল। শনিবার
ভারত-পাকিস্তান বহু প্রতীক্ষিত সরলীকরণ ভিসা চুক্তি সাক্ষরিত হল। দু'দেশে ভিসা
ব্যবস্থায় বেশ কিছু জটিল পদ্ধতির জন্য সীমান্তের বেড়াজাল টপকাতে সাধারণ
মানুষদের অনেক ঝক্কি সামলাতে হত। এদিনের এই পর তার ঐতিহাসিক ভিসা চুক্তির
পর যা অনেকটাই সহজতর হল।