Last Updated: Tuesday, October 25, 2011, 14:38
মঙ্গলবার ভোরে গোপনে মিসরাতার এক অজ্ঞাত স্থানে সমাধিস্থ করা হয়েছে মুয়াম্মার গদ্দাফির দেহ। সেইসঙ্গে গদ্দাফি পুত্র মুতাসসিম ও গদ্দাফি জমানার প্রাক্তন সেনাপ্রধানের দেহও সমাহিত করা হয়েছে।
more videos >>