Last Updated: Saturday, April 14, 2012, 19:29
বর্ণাঢ্য শোভাযাত্রা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশে পালিত হল নববর্ষ। কচিকাঁচা থেকে বুড়ো--সাড়ম্বরে সবাই বরণ করে নিলেন ১৪১৯ কে। গোটা দেশজুড়ে নববর্ষ পালিত হলেও স্বাভাবিক ভাবেই আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল রাজধানী ঢাকা।