Last Updated: Wednesday, February 1, 2012, 15:25
লোকায়ুক্ত নিয়োগ বিতর্ক এবং সাজানো পুলিসি সংঘর্ষের মামলায় বিচারবিভাগের নির্দেশে জোরদার ধাক্কা খেয়েছিলেন নরেন্দ্রভাই দামোদরদাস মোদী। এবার গোধরা পরবর্তী দাঙ্গার তদন্তে নিয়োজিত নানাবতী কমিশন-এ হাজিরার প্রশ্নে গুজরাত হাইকোর্টের রায় কিছুটা স্বস্তি দিল তাঁকে।