Last Updated: Friday, January 10, 2014, 23:40
লোকসভার ভোটে কংগ্রেসের প্রার্থী হচ্ছে নন্দন নিলেকেনি। অরবিন্দ কেজরিওয়ালের ধাঁচেই প্রচার শুরু করবেন প্রাক্তন ইনফোসিস কর্তা। বেঙ্গালুরুর সার্বিক উন্নয়নের জন্য একটি নাগরিক মঞ্চ গড়তে চাইছেন নন্দন নিলেকেনি । সেই ফোরামে মতামত জানাতে পারবেন শহরের সমস্ত বাসিন্দা । ইনফোসিস থেকে অবসর নিয়ে আধার কার্ডের হাল ধরেছিলেন নন্দন নিলেকেনি । নিবিড় জনসংযোগের জন্য ওই সাফল্যই তাঁর হাতিয়ারি। মাত্র একবছরে রাজনীতির সমস্ত হিসেব নিকেশ এলোমেলো করে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।