Last Updated: Sunday, February 16, 2014, 20:19
দুমাসের মধ্যে তিন জায়গায় বিক্রি। তারপর পুলিস ও স্বেচ্ছাসেবী সংগঠনের তৎরতায় উদ্ধার হল একবালপুরের কিশোরী। চাকরির প্রলোভন দেখিয়ে গত ছাব্বিশে ডিসেম্বর তাকে দিল্লি নিয়ে যায় তিন ব্যক্তি। সেখানে হাতবদল হয়ে কিশোরীর স্থান হয় প্রথমে মেরঠ ও পরে আগ্রার নিষিদ্ধ পল্লিতে। গত বারোই ফেব্রুয়ারি আগ্রা থেকে উদ্ধার করা হয় তাঁকে।