narmada banchao ando - Latest News on narmada banchao ando| Breaking News in Bengali on 24ghanta.com
 জল সত্যাগ্রহ সফল, ওমকারেশ্বরে নামছে জলস্তর

জল সত্যাগ্রহ সফল, ওমকারেশ্বরে নামছে জলস্তর

Last Updated: Monday, September 10, 2012, 16:31

সফল হল জল সত্যাগ্রহ! টানা ১৭ দিন মধ্যপ্রদেশের ওমকারেশ্বর বাঁধের গলা ডোবা জলে নেমে সত্যাগ্রহ চালাচ্ছিলেন বাঁধের পার্শ্ববর্তী এলাকার গ্রামবাসীরা। দাবি ছিল ওই বাঁধেরই জলের স্তর কমিয়ে আনার। সোমবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান সেই দাবির কাছেই অবশেষে মাথানত করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।