Last Updated: Tuesday, March 20, 2012, 19:06
ভোররাতে ২টি গ্রামে এলোপাথাড়ি গুলি চালিয়ে শিশু, মহিলা নির্বিশেষে ১৬ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করা হল। এরপর ১১টি মৃতদেহ জড়ো করে পুড়িয়ে দেওয়া হল। এত কিছুর পরেও সেই রাতের ঘটনা নাকি আবছা মনে আছে এই হত্যালীলায় অভিযুক্ত মার্কিন সেনা রবার্ট বেলস-এর।