necklace snatching - Latest News on necklace snatching| Breaking News in Bengali on 24ghanta.com
পর পর হার ছিনতাই ঢাকুরিয়ায়

পর পর হার ছিনতাই ঢাকুরিয়ায়

Last Updated: Saturday, September 22, 2012, 13:29

যাদবপুরের পর এবার ঢাকুরিয়া। ফের গুলি চালিয়ে হার ছিনতাইয়ের ঘটনা ঘটল। শনিবার ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন বাবুবাগান লেনে সাতসকালে দুধের ডিপোর এক কর্মীর কাছ থেকে হার ছিনতাই করে নেয় ৩ দুষ্কৃতী। শেফালি দে নামে ওই কর্মী তখন দুধের ডিপোর সামনেই ছিলেন। আচমকাই বাইকে চেপে তিন দুষ্কৃতী এসে তার সোনার হার ছিনিয়ে নেয়।