Last Updated: Sunday, January 29, 2012, 21:44
কাপুর পরিবারের লাডলি, বলিউডের বেবোর সঙ্গে সইফ আলি খানের বিয়ে হতে চলেছে চলতি বছরের শুরুতেই। সম্পূর্ণ রাজকীয় মেজাজে শুরু হয়ে গেছে তার প্রস্তুতিও। রাজকীয় বিয়ের জন্য ৪০ লাখের নেকলেসের অর্ডার দিয়েছেন করিনা কাপুর। রাজপরিবারের বিয়েতে কনের গলায় মূল্যবান নেকলেস পরতে দেখা যায়। এবার সেইরকমই একটি রাজকীয় নেকলেস গলায় শোভা পাবে করিনার।