Last Updated: Saturday, November 17, 2012, 12:55
গাজার মুসলিম মৌলবাদী ক্ষমতাসীন দল `হামাস`-এর মূল দফতরে বোমারু বিমান দিয়ে আক্রমণ হানল ইজরায়েল।
অতন্ত্যপক্ষে ৩০ জন প্যালেস্তাইনি এবং ৩ জন ইজরায়েলি নাগরিক ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে চলা
ইজরায়েল-প্যালেস্তাইনের সংঘর্ষের ফলে। শুক্রবার রাতেই ইজরায়েলি মন্ত্রিসভার বৈঠকের পরে পরিষ্কার হয়ে যায়
গাজাতে বড়সড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইজরায়েল। কাল রাতের মধ্যেই সীমান্ত ৭৫ হাজার সেনা মোতায়েন করে
ফেলেছিল তারা।