new committee - Latest News on new committee| Breaking News in Bengali on 24ghanta.com
ভরাডুবির পর শক্ত হাতে দলের রাশ ধরছেন অধীর, ভেঙেচুরে গড়ছেন নতুন কমিটি

ভরাডুবির পর শক্ত হাতে দলের রাশ ধরছেন অধীর, ভেঙেচুরে গড়ছেন নতুন কমিটি

Last Updated: Wednesday, May 21, 2014, 23:10

কংগ্রেসের নতুন কমিটি তৈরি করতে শক্তহাতে রাশ ধরতে চান অধীর চৌধুরী। তার জন্য, এআইসিসির একাংশের এ রাজ্যে অহেতুক হস্তক্ষেপ বন্ধ করার পক্ষপাতী তিনি। অযোগ্য নেতাদের ছেঁটে ফেলে কমিটিতে নতুন মুখ আনায় জোর দিচ্ছেন প্রদেশ সভাপতি। বদল হতে পারে জেলার বেশ কয়েকজন সভাপতিও।