Last Updated: Wednesday, May 21, 2014, 23:10
কংগ্রেসের নতুন কমিটি তৈরি করতে শক্তহাতে রাশ ধরতে চান অধীর চৌধুরী। তার জন্য, এআইসিসির একাংশের এ রাজ্যে অহেতুক হস্তক্ষেপ বন্ধ করার পক্ষপাতী তিনি। অযোগ্য নেতাদের ছেঁটে ফেলে কমিটিতে নতুন মুখ আনায় জোর দিচ্ছেন প্রদেশ সভাপতি। বদল হতে পারে জেলার বেশ কয়েকজন সভাপতিও।