Last Updated: Thursday, March 14, 2013, 15:32
শিল্পের জন্য জমির ছাড়পত্র পাওয়ার নতুন নীতি লাগু করেছে সরকার। যার জেরে রাজ্যের শিল্প ভবিষ্যৎ আবার একটি বড়সড় ধাক্কা খেতে চলেছে বলে মনে করছে শিল্পমহল। এই নীতির জেরে কোনও শিল্প সংস্থা বিনিয়োগের সরকারি অনুমোদন পাওয়ার পর জমির জন্য প্রায় দেড় বছর অপেক্ষা করতে হবে। প্রশ্ন তীব্র প্রতিযোগিতার বাজারে কোনও শিল্পপতি কি বিনিয়োগের জন্য দেড় বছর অপেক্ষা করবেন?