new pension bill - Latest News on new pension bill| Breaking News in Bengali on 24ghanta.com
পেনশন ফাণ্ডে বিদেশি লগ্নির কেন্দ্রীয় সিদ্ধান্তে বিতর্ক

পেনশন ফাণ্ডে বিদেশি লগ্নির কেন্দ্রীয় সিদ্ধান্তে বিতর্ক

Last Updated: Wednesday, November 16, 2011, 20:10

পেনশন ফাণ্ডে ২৬ শতাংশ বিদেশি লগ্নির সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করল পেনশনারস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে সর্বশক্তি দিয়ে মনমোহন সরকারের এই পদক্ষেপের বিরোধিতা করার কথা জানান হয়েছে অ্যাসোসিয়েশনের তরফে।