Last Updated: Wednesday, August 1, 2012, 22:30
অপেক্ষার শুরু হয়েছিল চার বছর আগে থেকেই। বেজিং অলিম্পিকে ৮টি সোনা পাওয়া ফেল্পস কবে ভাঙবেন ল্যারিসা ল্যাটিনিনার ১৮ টি পদক পাওয়ার রেকর্ড। অবশেষে মঙ্গলবার গভীর রাতে ল্যারিসাকে টপকে ১৯ টি পদক পেয়ে নতুন ইতিহাস গড়লেন মার্কিন সাঁতারু মাইকেল ফেল্পস।