new story - Latest News on new story| Breaking News in Bengali on 24ghanta.com
ঘর ভাঙার নতুন কাহিনি লিখল রাজ্যসভা ভোট

ঘর ভাঙার নতুন কাহিনি লিখল রাজ্যসভা ভোট

Last Updated: Friday, February 7, 2014, 22:29

ক্লাব ফুটবলে দলবদল করা যায় বছরে একবার নির্দিষ্ট সময়ে। কিন্তু, রাজনৈতিক দলের বিধায়করা দল বদলাতে পারেন যখন তখন। রাজ্যসভার ভোটে বামশিবিরের তিনজন আর কংগ্রেসের দুই বিধায়ক দল বদলে ভোট দিলেন তৃণমূল প্রার্থীকে।