Last Updated: Thursday, February 20, 2014, 21:11
চলছিল পারিবারিক বিয়ের অনুষ্ঠান। পুরো পরিবারের সঙ্গে আনন্দে মেতেছিল বাড়ির তিন ভাইয়েপর তিন পুচকে মেয়ে। কিন্ত খুশির দিন থমকে গেল সেখানেই। তিন মেয়েকে একসঙ্গে পুড়িয়ে মারল কাকা। বুধবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নিজামাবাদে।