Last Updated: Tuesday, May 1, 2012, 15:52
জল্পনার অবসান। মায়ানমার পার্লামেন্টে নতুন সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছে আন সান সু চি`র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে এনএলডি নেত্রী সু চি জানান, দেশের সংবিধানের তীব্র বিরোধিতা করেও বুধবার তাঁরা শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করছেন না।