Last Updated: Monday, January 20, 2014, 22:56
ট্যাক্সি রিফিউজালের দৌরাত্ম ঠেকাতে সম্প্রতি শহরে ২ হাজার নো-রিফিউজাল ট্যাক্সির সূচনা করেছেন পরিবহণমন্ত্রী। কার্যক্ষেত্রে সেই ট্যাক্সি যাত্রীদের কাজে লাগছে না। শহরের হাতে গোনা কিছু রাস্তা ছাড়া অন্যত্র যেতেই চাইছেন না চালকরা। কারণ, ট্যাক্সিগুলির কোনও রুট পারমিট নেই।