Last Updated: Sunday, April 29, 2012, 13:00
নোনাডাঙার আন্দোলনকারীদের লকআপে ঠিকমতো খেতে না দেওয়ার অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। নোনাডাঙায় টিনের ঘেরাটোপ ভাঙার ঘটনায় পুলিস শনিবার ২১ জনকে আটক করে। রবিবার ধৃতরা অভিযোগ করেছেন, সারা রাত লকআপে কার্যত কিছুই খেতে দেওয়া হয়নি তাঁদের।