Last Updated: Monday, November 11, 2013, 08:55
ছত্তিশগড়ের মাওবাদী প্রভাবিত ১৮টি বিধানসভা কেন্দ্রে আজ ভোটগ্রহণ। সবকটি ভোটগ্রহণ কেন্দ্রই মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। সম্প্রতি, বস্তারে কংগ্রেস নেতাদের কনভয়ে মাওবাদীহামলার পর নিরাপত্তাব্যবস্থায় কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। নামানো হয়েছে আধা-সেনা।